চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২০) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান একই উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গণি মিয়া জানান, দর্শনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘ঝিনাইদহ লাইন’ জীবননগর অভিমুখে যাচ্ছিলো। পথে উথলী নামক স্থালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালস মেহেদী হাসান নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, এলাকাবাসীর সহায়তায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা