ময়মনসিংহের ফুলপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ র্যালিতে আরো অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন, বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মীর রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক (ভারপ্রাপ্ত), নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, সমবায় অফিসার কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর প্রমুখ।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উদ্বোধন করেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ