দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা তৈরির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দুর্নীতি বিরোধী দৃষ্টিনন্দন সাইকেল র্যালি ও মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আরডিআরএস বাংলাদেশ সিড্স প্রকল্পের সহযোগিতায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে এ মানববন্ধন করা হয়। এতে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে স্থানীয়রাও অংশ নেন।
পরে দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয় হতে লাটের হাট হয়ে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে দৃষ্টিনন্দন একটি সাইকেল র্যালি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। এতে পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার সরকার, সহকারী শিক্ষক মো. লিটন, মোহনপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তি যোদ্ধা যতিন্দ্র নাথ মহন্ত, পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানেশ্বর চন্দ্র রায়, সহকারী শিক্ষক জোতিশ চন্দ্র রায়, আরডিআরএস বাংলাদেশ সিড্স প্রকল্প ম্যানেজার মিখাইল সরেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম