চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো নূর-উর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার টি এম মোজাহিদ্লু ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলাতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীম ও শিশু সুরক্ষা কর্মকর্তা জেসমিন হোসেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জেরর উপপরিচালক ড চিত্রলেখা নাজনীন। কিশোর কিশোরীদের মধ্যে মতামত তুলে ধরেন আইরিন খাতুন, জিহাদ হাসান প্রমুখ।
বক্তাগণ বলেন, বাল্যবিবাহ হচ্ছে সামাজিক ব্যাধি, ফলে মেয়েরা প্রচণ্ড স্বাস্থ্য ঝুকিঁর মধ্যে পড়ে। পাশাপাশি পড়ালেখা ব্যহত হয়। কম বয়সে বাচ্চা প্রসবের কারণে কেউ মৃত শিশু, প্রতিবন্ধী শিশু জন্ম দেয়। আবার অনেক প্রসূতি মারা যায়, এমনকি পুষ্টিহীনতায় ভুগে। ফলে কিশোর-কিশোরীদের অধিকার সংরক্ষণ ও ক্ষমতায়নের দিকে লক্ষ রাখতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ