নাটোরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার সাত বছরের জেল দেয়ার ফরমায়েসী রায় প্রত্যাখ্যান করে পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এক বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে কর্মসূচী ঘোষণা করায় নাটোরে ভোর থেকে জেলা বিএনপি অফিসের সামনে কয়েক গাড়ি পুলিশ মোতায়েন করা হয়। এরপরেও সকালে উপশহর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি অফিসের কাছে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন তালুকদার টগর ও নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ