নারায়নগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ-বাংলা ব্যাংক ও আটি হাউজিং এলাকায় পৃথকভাবে এ বিক্ষোভ মিছিলটি করে জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রকাশ হওয়ার পর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বি.বি.রোড এলাকার সায়েম প্লাজা মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচির পর ওই স্থান থেকে মামুন মাহমুদসহ ছাত্রদলের আরো তিন নেতাকে গ্রেফতার করে পুলিশ।
এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ জেলা ও থানা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। এসময় বিক্ষোভে অংশগ্রহনকৃত নেতারা খালেদা জিয়ার বিরুদ্ধে প্রকাশিত রায়ের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে এবং মঙ্গলবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের সময় পুলিশের হাতে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ছাত্রদলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়ের করা সবকয়টি মামলায় উনি জামিনে রয়েছেন। তদুপরি পুলিশ তাকেসহ ছাত্রদল নেতাকর্মীদের আটক করে নিয়ে গেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তির দাবী জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহামেদ, বিএনপি নেতা কবির হোসেন, শামসুদ্দিন শেখ, গাজি মনির হোসেন, আক্তার হোসেন, শাহ আলম মাস্টার, মনির, মাসুদ, সোহেল রহমান ও আক্তার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ