কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বন্দর সংলগ্ন কেরুনতলী এলাকা থেকে ২৬গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ ফয়জুল ইসলাম মন্ডল জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি টিম অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন কেরুনতলী এলাকায় ২৬ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণ পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ