টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ২০ দালালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিকভাবে গ্রেফতারদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম বলেন, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দালালদের অত্যাচারে রোগী ও রোগীর স্বজনরা অতিষ্ঠ হয়ে ওঠেছে। এমন তথ্যের ভিত্তিতে জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে ২০ দালালকে আটককে করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ