নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলাখানার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন ও শাহজাহান মলিকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ