পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমীন।
বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা যুবজোটের সভাপতি সাজ্জাদ আলম ভুট্টো, জেলা ছাত্রলীগের (বিসিএল) সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য অতিদ্রুত দলটিকে নিবন্ধন প্রদানের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা