বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বাড়ি ফেরার পথে পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর আশরাফুলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বারোমাইল নামক স্থানের পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। নিহত আশরাফের ভাই সোহরাব তার লাশ সনাক্ত করেন।
বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বাড়ি ফেরার পথে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপির আশরাফুল ইসলাম। রবিবার দিবাগত রাতে এঘটনা ঘটে।
জানা গেছে, আমঝুপি গ্রামের কাতার প্রবাসী সিদ্দিক আলীর ছেলে সুজনকে ঢাকা বিমান বন্দরে আনতে যায় আশরাফুল। ফেরার সময় শ্রমিকের হরতালের কারণে গাড়ি বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ট্রেন যোগে বাড়ি ফিরছিলেন প্রবাসী সুজন, সুজনের ছোট ভাই রিপন ও আশরাফুল। ট্রেনে সিট না পাওয়ায় ট্রেনের ছাদে আসছিল। পাকশী ব্রিজে ট্রেন উঠার সময় আশরাফুল ব্রিজের সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। ভেড়ামারা রেলওয়ে পুলিশের সহযোগিতায় ডুবুরি দল নদীতে তল্লাশি করে। আশাফুল ইসলাম ৩ সন্তানের বাবা।
বিডি প্রতিদিন/এ মজুমদার