হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের ৯ নম্বর ব্রিজের নীচ থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকাঠে ব্রিজের নীচে ভাসমান অবস্থায় বস্তাবন্দী মরদেহ দেখে সংবাদ দেয়। দুপুরের দিকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ৎ
ধারণা করা হচ্ছে, অন্য কোথায়ও যুবকটিকে হত্যা করে দু'দিন আগে ব্রিজের উপর থেকে ফেলে দেয়া হয়েছে। যুবকটি মাথায় ও কোমড়ে আঘাতের দাগ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার