সিরাজগঞ্জে যমুনা নদীর ৩নং ক্রসবার বাঁধ প্রতিরক্ষার লাঞ্চিং এপ্রোচে প্রায় ৭০ মিটার এলাকা ধসে গেছে। বুধবার সকাল থেকে মতিন সাহেবের ঘাট হতে ৩নং ক্রসবার বাঁধের গোড়া পর্যন্ত এ ধস দেখা যায়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, সিরাজগঞ্জ শহরকে রক্ষায় যমুনা নদীতে চারটি ক্রসবার বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে ক্রসবার-৩ বাঁধটি শহরের নিকটবর্তী। ওই বাঁধের গোড়ায় প্রটেকশনর জন্য তৈরি করা লাঞ্চিং এপ্রোচে ধস নামায় সিসি ব্লক ও পাথর বিলীন হয়ে গেছে। এছাড়াও বাঁধের সামনের চরের কিছু অংশ ধসে গেছে। তবে এতে আতঙ্কের কিছু নেই বলেও অভয় দেন তিনি।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ধস ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। তবে এতে বাঁধের উপর কোন প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৮/মাহবুব