সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি কলেজের পিয়ন গৌতম কুমার সূত্রধরের মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ দুপুরে সলঙ্গা মহাশ্মশান ঘাটে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করা হয়।
এসময় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুলাহ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, বাসুদেবকোল গ্রামের মৃগেন সূত্র ধরের ছেলে গৌতম কুমার সূত্রধর সলঙ্গা ডিগ্রি কলেজের পিয়ন হিসেবে কর্মরত ছিল। ১৯ জুলাই গৌতম কুমার সুত্রধর নিখোঁজ হয়। ২৬ জুলাই নাটোর জেলার গুরুদাসপুর নয়া বাজার এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ এটিকে আত্নহত্যা বলে থানায় সাধারণ একটি ডায়রি করে। পরবর্তীতে তার স্ত্রীর আদালতে হত্যা মামলা দায়ের করে লাশ পুনঃতদন্তের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ দুপুরে সলঙ্গা মহাশ্মশান ঘাটে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করা হয়। এ সময় স্থানীয় শতশত লোক সেখানে ভিড় জমায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার