নেত্রকোনার কেন্দুয়া ও কিশোরগঞ্জের আঠাবাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী (চালক) বরের ভগ্নিপতি নিহত হয়েছেন। আহত অপর দুই আরোহী বর গোলাপ মিয়া (২৫) ও ঘটক হোসেন আলীকে (৬০) ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত সুমন (২৫) এর বাড়ি পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে। আজ বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলার ভরাপারা গ্রামে কনে দেখতে এসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি গাছিহাট গ্রামের সুমন তার শ্যালক ও ঘটকসহ মোটরসাইকেলযোগে কেন্দুয়া ভরাপারা গ্রামে কন্যা দেখতে আসেন। দুপুরে ফেরার পথে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কমলপুর নামক স্থানে ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক বরের ভগ্নিপতি সুমন নিহত হন। স্থানীয়রা বর ও ঘটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার