বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটেছে। উপজেলার পদ্মপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে মিরাজ হোসেন (১৯) ও একই গ্রামের এইচ.এম.তারেক রহমানের ছেলে তৌফিক হোসেনসহ (১৭) তিনজনে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সোনাতলার দিকে রওনা দিচ্ছিল।
যাবার পথে হরিখালী বাজারের উত্তর পাশে মোড়ে পৌছিলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুইজন গুরুতর আহত হয়। আহত দুইজনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় পথের মধ্যে মিরাজ হোসেন মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক সুলতান হোসেন নিশ্চিত হয়েছেন। আহত তৌফিক হোসেন কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার