বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় কোন্দলে নিহত দুই আওয়ামী লীগ নেতার হত্যাকারী সন্ত্রাসী চেয়ারম্যান শহিদুল ফকির ও তার বাহিনীর সকলকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকার জনগণ।
আজ বুধবার বেলা ১১টায় দৈবজ্ঞহাটী আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূূচি পালন করা হয়। এ সময় টানা দেড় ঘন্টা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সেলিমাবাদ ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থীদের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার অসংখ্য লোক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খান কিছলুর রহমান খোকন, আ.লীগ নেতা ও দৈবজ্ঞহাটি ইউপি সাবেক চেয়ারম্যান মাষ্টার ওয়াজেদ আলী, পুটিখালী ইউপি সাবেক চেয়ারম্যান শিকদার মাহাবুবুর ররহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আকন হাবিবুর রহমান, নিহত শেখ শুকুর আলীর ভাই শেখ ফারুক হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক আরিফ মল্লিক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার