ঝিনাইদহে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ৭ মামলার আসামি চরমপন্থি নেতা আমিরুল ইসলাম মানিককে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় আল আমিনের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিপ্লবী কমিউনিষ্ট পার্টি হক গ্রুপের আঞ্চলিক নেতা। তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে জেলা সদরের বকশিপুর গ্রামের এলাহী বক্সের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ জানতে পারে সদর উপজেলার চাঁদপুর গ্রামের একটি চায়ের দোকান চরমপন্থি আমিরুল ইসলাম মানিক অবস্থায় করছে। বুধবার সকালে ডিবি পুলিশের একটি দল ওই স্থান থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১টি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, লুণ্ঠন, ছিনতাই, চাদাবজি ও অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে।
আমিরুল পুলিশকে জানিয়েছে, তার পিতার হত্যার বদলা নিতে সে অন্ধকার জীবনে পা বাড়ায়। ইতিপূর্বে সে র্যাবের গুলিতে পায়ে আঘাতপ্রাপ্ত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ