ভোলার ব্যাস্ত লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ বিকেলে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি লাকড়ির দোকান থেকে সাড়ে ৩ ফুট লম্বা বিলুপ্ত প্রায় প্রজাতির এই অজগরটি উদ্ধার করা হয়।
উপকূলীয় বন বিভাগ ভোলার রেঞ্জ অফিসার মো. কামরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার