কিশোরগঞ্জের নিকলীতে আওয়ামী লীগের জনসভায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নেওয়ার জন্য নৌকায় ভোট চাইলেন নেতারা। আজ বিকালে নিকলী সদর ঈদগাহে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
সভায় আফজাল হোসেন এমপি বলেন, দুই মেয়াদে আপনারা আমাকে এমপি হিসেবে ভোট দিয়ে জয়ী করেছেন। আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত থেকে যথাসাধ্য কাজ করেছি। রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামোসহ সবক্ষেত্রেই উন্নয়ন করেছি। সততা বজায় রেখে কাজ করেছি। কেউ আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে পারেনি। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আফজাল হোসেনকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ার আলম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, অ্যাডভোকেট সাইফুল হক খান সাজন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা, ছাত্র লীগ নেতা কারার শাহরিয়ার আহমেদ তুলিপ প্রমুখ।
সভায় উপজেলার সাতটি ইউনিয়নের শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার