রাজশাহীর চারঘাটে রাজু আহম্মেদ (১৭) নামের এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত রাজু আহম্মেদ বাঘা উপজেলার বাউশা মাঝপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় জড়িত থাকায় আটক করা হয়েছে একই গ্রামের মহির উদ্দিনের ছেলে আল মামুনকে। বুধবার রাতে উপজেলার হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের মা রোজিনা বেগম মামুনকে প্রধান আসামী করে ৩ জনের নামে চারঘাট মডেল থানায় হত্যামামলা দায়ের করেছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের হরিনা এলাকা থেকে আটক আসামী মামুনসহ মামুনের সহযোগী আরও কয়েকজন নিহত রাজু আহম্মেদের ভ্যানটি ভাড়া নেয়। এ সময় তারা চারঘাটের নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ফাঁকা জায়গায় এসে ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ঘটনাটি আঁচ করতে পেরে আসামী মামুনকে আটক করে থানায় সংবাদ দেয়। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও আসামী মামুনকে আটক করে থানায় নেয়। এরপর মামুনকে জিজ্ঞাসাবাদ করলে মামুন ভ্যান চালক রাজু আহম্মেদকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে।
বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ