সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় ফুলজোড় নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ঘাটিনা সেতুর নিচ ও ঘাটিনা পালপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই যুবকের বয়স ৩০ এর মধ্যে। পুলিশের ধারনা, অন্য কোথাও হত্যার পর লাশ দুটি ফেলে দেয়া হয়েছে। ভাসতে ভাসতে উল্লাপাড়া এলাকায় চলে এসেছে।
উল্লাাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কওশিক আহম্মেদ জানান, ফুলজোড় নদীর ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় দুই যুবকের ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনন্ত ১০-১২দিন আগে দুজনের মৃত্যু হওয়ায় মরদেহ পঁচে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা