‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ পতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৮। দিবসটি পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বেলা ১০টায় একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও সহকারি কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রেস ক্লাব সহ-সভাপতি গণেশ পাল, যুবদের মধ্য মাসুম বিল্লাহ ও সেফালী আক্তার লাকি।
আলোচনা শেষে কর্মসংস্থানের জন্য ৩ জনকে ৬০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম