জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে কাজ করছে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করব। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন। আমাদের পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদও ভাবছেন। তবে জাতীয় সংসদ নির্বাচনকালীন সময় রাজনৈতিক অঙনে মেঘাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা সে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব।
জাপা মহাসচিব আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী ডিসি স্কোয়ারে স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ৫ তারিখ সরকারের সাথে জাতীয় পার্টির সংলাপ অনষ্ঠিত হবে। আর সেখানেই এ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি। এসময় জাতীয় পার্টির জেলা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার