নারায়ণগঞ্জ ফতুল্লার দেওভোগে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের ক্রেনের নিচে চাপা পড়ে রাকিব নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দেওভোগের আদর্শনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার দিনমজুর জাহিদুল ইসলামের ছেলে।
ফতুল্লা থানা পুলিশ জানায়, দেওভোগের আদর্শনগর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রিপন মিয়ার মালিকাধীন বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। শিশু রাকিব সেখানে খেলা করছি। এসময় পাইলিংয়ের ক্রেন খসে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিুশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিশুটির স্বজনদের অভিযোগ, নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ওই বাড়িতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পায়লিংয়ের কাজ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে নিহতের স্বজদের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার