সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে দিনাজপুর জেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দলীয় কার্যালয়ের মূল ফটকে পুলিশ মোতায়েন ছিল।
কর্মসূচী শেষে দলীয় কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায় ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে অনশন কর্মসূচী পালন করে।
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক’র নেতৃত্বে অনশন কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন