নরসিংদীতে আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেয়র লোকমান হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। পুস্পস্তবক অর্পণের পর লোকমান হোসেনের কবরের সামনে মোমবাতী জালিয়ে শ্রদ্ধা জানান নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ ইসলাম রোজদী, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক আলম রিয়াজুল, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, রবিউল আলম একমি, শহর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল হক সবুজ।
এর আগে প্রয়াত মেয়রের কবরে ফুলেল শ্রদ্ধা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক), সাধারণ সম্পদক আব্দুল মতিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১১ সালে ১ নভেম্বর রাত ৮টার দিকে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন