কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ থেকে পৃথক স্থানে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত জালাল আহমদ প্রকাশ জালাল বৈদ্যের ছেলে হেলাল উদ্দিন (১৮) ও সাবরাং কোয়াইংছড়ি পাড়া আদর্শ গ্রামের মিয়া হোসনের ছেলে মো. মিজান (১৮) বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার ও বিকাল সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বেড়িবাঁধের পৃথক এলাকায় পরিত্যক্ত অবস্থায় লাশের খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের টিম লাশ দুইটি উদ্ধার করে সুরুতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করছেন বলে জানিয়েছেন। তবে উদ্ধার লাশের বিষয়ে পুলিশ খতিয়ে দেখছেন বলে জানায়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, স্থানীয়দের খবরে উপক’লীয় বেড়িবাঁধ থেকে পৃথক ভাবে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার লাশ দুইটি আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এ ব্যাপারে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার