খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মনেরমানুষ নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ এর এক সদস্য নিহত হয়েছে। সুমন্ত চাকমা ওরফে সুকেন্দু (২৮) নামের এই ইউপিডিএফ সদস্যকে আজ ভোর রাতে নিজ বাড়িতে গিয়ে হত্যা করা হয়।
পাহাড়ে আঞ্চলিক দলগুলোর মধ্যে বিরোধের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এই খবর নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে তারা দুর্গম মনের মানুষ এলাকায় ছুটে গেছেন। সেখানে একটি মরদেহ পড়ে রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হবে।
এদিকে গণতান্ত্রিক ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য মিটন চাকমা ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। অবশ্য সংগঠটির পক্ষ থেকে ঘটনায় তারা জড়িত নয় বলে দাবি করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা