ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মাস্টার আবু বকর সিদ্দিক (৬৩) নামে ১ জন নিহত ও অজ্ঞাত একজনসহ মোট ৩ জন আহত হয়েছেন। উপজেলার মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ফুলপুর-শেরপুর রোডে মোকামিয়া বাজার সংলগ্ন স্থানে ফুলপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও শেরপুরগামী মাহিন্দ্রের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিংহেশ্বর ইউনিয়নের বালিচান্দা গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আবু বকর সিদ্দিকের ডান পা থেতলে ও ভেঙে যায়। এছাড়া ভাইটকান্দির আব্দুল খালেক (৫০) ও রামভদ্রপুরের সুমেন্দ্র (২২) সহ ৩ জন আহত হয়।
পরে তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত মাস্টার আবু বকর সিদ্দিককে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে রেফার্ড করা হয়। এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার রাত পৌনে ১টার দিকে মাস্টার আবু বকর সিদ্দিক মারা যান।
বিডি প্রতিদিন/ফারজানা