অপচয় পরিহার করে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার সকালে নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়।
সিটি ব্যাংক আয়োজিত এই কনফারেন্সে জেলার সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা ও সিটি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ।
বক্তারা শিক্ষার্থীদের অপচয় পরিহার করে সঞ্চয়ী হয়ে নিজেদের ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৮/আবুল কালাম