শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খোলা মঞ্চে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনপর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম কর্মী আবদুস সবুর কাজল। প্রথমেই বাউল সম্রাট লালন ফকিরের এলাহী আলমীনগো.... দিয়ে সংগীত পরিবেশন করেন ফরিদপুরের ভগিরত বাউল। তিনি বিভিন্ন বাউল গান গেয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের অবতারণা করেন।
দ্বিতীয় পর্বে ছিল যাদু প্রদর্শনী। চরভদ্রাসন থানা পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ব্যতিক্রমী যাদু প্রদর্শন করেন।
তৃতীয় পর্বে ব্যান্ড শিল্পী জেমস ও প্রয়াত আইয়ুব বাচ্চুর গান গেয়ে দর্শক মাতিয়ে তোলে ফরিদপুরের অংশু ব্যান্ড।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন উর রশিদ, বিআরইবি এর প্রকল্প পরিচালক বিশ্বনাথ শিকদার, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাপরিচালক রাম শংকর রায়, এজিএম বোরহানউদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান। অনুষ্ঠান শেষে বাজার ব্রীজে আতশবাজী ফোটানো হয়।
প্রসঙ্গত ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন হতে চরভদ্রাসনসহ শতভাগ বিদ্যুতায়িত ১০৬ উপজেলা উদ্বোধন করেন। এ নিয়ে মোট ১৮৬ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হলো। এছাড়া উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও ৫৪ উপজেলা। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে বাকি ২২১ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করার লক্ষমাত্রা রয়েছে।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৮/আবুল কালাম