টাঙ্গাইলের সখীপুরে এক হাজার টাকার পনেরটি জাল টাকার নোটসহ রাজীব হোসেন (৩৩) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উপজেলার বহেড়াতৈল এলাকা থেকে তাকে আটক করে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে পুলিশ। রাজীব উপজেলার নলুয়া এলাকার মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বহেড়াতৈলের এক মুদি দোকানে বিস্কুট ক্রয় করে এক হাজার টাকার একটি নোট দেয় রাজীব। দোকানদার নজরুল ইসলাম জাল টাকা সন্দেহ করে নোটটি বদল করে দিতে বললে একই ধরনের আরো একটি এক হাজার টাকার নোট দেয় রাজীব। এ সময় স্থানীয় জনতা তার পকেট থেকে এক হাজার টাকার পনেরটি নোট দেখে পুলিশে খবার দেয়। সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার (এসআই) মো. মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এর সাথে কে বা কারা সম্পৃক্ত রয়েছে তা জানার জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল