জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে বলেন, বিগত ১০ বছরে আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন এনেছে। আরেকবার ক্ষমতা গ্রহণের সুযোগ পেলে এদেশে উন্নয়নের সুবাতাস বইবে। গ্রাম ও শহরে কোন দুর্ভোগ থাকবে না।
শুক্রবার ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানো হবে। স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করা হবে। মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেয়া হবে যোগাযোগ ব্যবস্থা। ঘরে ঘরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এদেশ হবে একটি উন্নয়নশীল দেশ। আর সেদিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শুধু এখন অপেক্ষা আরেকবার নৌকায় ভোট।
হুইপ ইকবালুর রহিম এমপি একই দিন দিনাজপুর কেবিএম কলেজে ৩ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ৩য় ও ৪র্থ তলা আইসিটি এম আব্দুর রহিম একাডেমিক ভবনের উদ্বোধন, ৯নং আস্করপুর ইউনিয়নে ৩ কোটি টাকা ব্যয়ে খানপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, ৯নং আস্করপুর ইউনিয়ন ভুমি অফিস নির্মান কাজ এর উদ্বোধন, ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে কুসুম্বী হতে কুতইর রাস্তার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, খানপুর বাজার হইতে পুর্ব ডাঙ্গা পাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ কোটি টাকা ব্যয়ে সুন্দরা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, ৩ কোটি টাকা ব্যয়ে সুন্দরা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন এবং মুরারীপুর বাঁধ হতে মুরারীপুর গ্রাম রাস্তার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে বিকালে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
পৃথক পৃথক অনুষ্ঠানে ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল হক হুদা, উপাধ্যক্ষ সরদার খুদরত ই খুদা, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, দিনাজপুর ঈদগাহ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল