“দৃষ্টি ফেরায় চক্ষুদান, রক্তদানে বাঁচে প্রাণ” এ স্লোগানে আজ শুক্রবার কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. গোলাম মোর্শেদ খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরীনা তৈয়ব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সিরাজুল সালেহীন রাহাত, সারোয়ার হোসেন শাহীন, স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্ত দিয়ে সেঞ্চুরি করার শপথ নেন ৫০ জন সদস্য এবং একজন মরনোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন