কক্সবাজারের টেকনাফ সীমান্তে অক্টোবর মাসে বিজিবির তৎপরতায় ২৫ কোটি ৮৩ লাখ টাকার ইয়াবা, মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সব জব্দের ঘটনায় ২৩ জন আটক ও তিনজনকে পলাতক ও একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমদ্দার জানান, গত অক্টোবর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৮ লাখ ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এতে মালিকসহ ৯৭ হাজার ৫৩৪ পিস এবং মালিক বিহীন ৭ লাখ ১০ হাজার ২৪৬ পিস ইয়াবা বড়ি ছিল। এই সব ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২৪ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকা। এই সব ইয়াবা বড়ি জব্দের ঘটনায় ৪৫টি মামলায় ২০ জনকে আটক, দুই জনকে পলাতক ও একজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
অপরদিকে সীমান্ত এলাকায় বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৭৪৫ বোতল বিদেশী মদ, ৫০ লিটার চোলাই মদ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা বলে জানায়। এই সব ঘটনায় ১০টি মামলায় এক জনকে পলাতক আসামি করা হয়েছে।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ৪৯ লাখ ৬ হাজার ৭৫৬ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। এ সব জব্দের ঘটনায় ৪৬টি মামলায় তিনজনকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, বিজিবির জওয়ানরা সীমান্তে রাত দিন পরিশ্রম করে পাহাড়া দিয়ে যাচ্ছেন। সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল