নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে লুবনা আক্তার রাফি (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য ননদ ও শাশুড়ি তাকে প্রায়ই উত্যক্ত করতো বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে চরআলগী এলাকার হানিফ ড্রাইভারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লুবনা আক্তার রাফি ওই বাড়ীর ফখরুল ইসলামের স্ত্রী। তার ২বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
অপরদিকে নিহত রাফির বাবা বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়ের জানান, দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য নানাভাবে রাফির স্বামী ফখরুল ইসলাম তাকে চাপ দিচ্ছিল। এ নিয়ে রাফির ননদ ও শাশুড়ী তাকে প্রায়ই উত্যক্ত করতো। গতকালও তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এর জের ধরে সে বিষ পান করে থাকতে পারে বলে তিনি জানান। তিনি আরো অভিযোগ করে বলেন, জামাই, শাশুড়ী ও ননদ মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে।
নিহতের স্বামী ফখরুল ইসলাম জানান, সকালে তার স্ত্রী লুবনা বাবার বাড়িতে যাওয়ার কথা বলে তাকে। বিকেলে কাজ থাকায় অন্যদিন যাওয়ার কথা বলে ফখরুল। পরে সে ঘর থেকে বাহিরে গেলে এর ফাঁকে বিষ প্রাণ করে লুবনা। এসময় ঘর থেকে লুবনার চটপটানোর শব্দ পেয়ে ফখরুল ও তার মা দৌঁড়ে ভিতরে এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লুবনার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের ঘর থেকে যে আলামত পাওয়া গেছে তাতে নিশ্চিত হওয়া গেছে যে সে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা করায় ৩০৬ ধারায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল