নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরের বরফকল থেকে রাব্বি মিয়া (১৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাব্বি মিয়া গোবিন্দশ্রী গ্রামের আবুল কাশেমের ছেলে।
শনিবার সকালে মিলের ম্যানেজার মোশাররফ হোসেন বরফ কলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
মদন থানার ওসি রমিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৮/মাহবুব