সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিফেরত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নজরুল ইসলাম আকঞ্জী (৫২) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জের বাহুবল থানার সুকচর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাহুবল থানায় মামলা রয়েছে।
আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার এসআই শহীদুল ইসলাম ও মামলার বাদী খালেদ আহমদ।
জানা যায়, আল মনসুর এয়ার সার্ভিস থেকে ৭৮ হাজার টাকা প্যাকেজে নজরুল ইসলাম আকঞ্জী গত ২৪ অক্টোবর ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। তার ভিসার মেয়াদ ছিল ১৪ দিন। কিন্তু সেখানে গিয়ে তিনি আর দেশে ফিরেননি। ফলে বিপাকে পড়ে ওই ট্রাভেলস এজেন্সি। পুরো বিষয়টি উল্লেখ করে গত ১৯ নভেম্বর বাহুবল থানায় নজরুল ইসলাম আকঞ্জীকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা করে আল মনসুর এয়ার সার্ভিস কর্তৃপক্ষ (মামলা নং ১৮/১৯/১১/২০১৮)।
বাহুবল থানার এসআই শহীদুল ইসলাম জানান, নজরুল ইসলাম আকঞ্জী শুক্রবার দেশে ফিরছেন গোপন সূত্রে এমন খবর পেয়ে ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৮/হিমেল