জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের একটি বাসার নিজ কক্ষ থেকে কবির সওদাগর (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। নিহত কবির সওদাগর জামালগঞ্জের স্থায়ী বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত ৩-৪ দিন আগে ওই বৃদ্ধকে রেখে ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার রাতে ওই গৃহবধূ বাসায় ফিরে এলে ঘর থেকে পচা দুর্গন্ধ পান। এক সময় তার শ্বশুরের কক্ষে গিয়ে দেখতে পান তিনি পড়ে আছেন, আর সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে তিনি পরিবারের সদস্যদের এবং পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, বৃদ্ধ কবির সওদাগরের কিভাবে মৃত্যু হয়েছে এখনো তা জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৮/হিমেল