মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় অবৈধযান আলগামন ও পরিবহন শ্রমিকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনই পরিবহন শ্রমীক ও একজন আলগামন চালক। আহতরা হলো বামন্দী এলাকার রহিম বক্স’র ছেলে মিনারুল ইসলাম, মিনারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম, আঃ কুদ্দুসের ছেলে জামান, আশরাফ এর ছেলে সুমন, ছফিউল্লাহ’র ছেলে নাসির ও আলগামন চালক ফরমানের ছেলে হুমায়ন। আহতদের মধ্যে নাসিরের অবস্থা গুরুতর। তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ সংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিকের লোকজন গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তারা জানায়, সন্ধ্যার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী একটি যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো-১৪০৭৬১) বামন্দি বাস স্ট্যান্ডে এসে থামে। বামন্দি স্ট্যান্ড থেকে ছেড়ে যাবার সময় যাত্রীবাহি বাসের সামনে একটি আলগামন গাড়ি এসে দাঁড়ায়। এসময় আলগামন চালক হুমায়নকে বাসের ড্রাইভার আলগামনটি সরিয়ে নিতে বলে। এতে আলগামন চালক হুমায়ন বাকবিতণ্ডা শুরু করে দেয়। পরে হুমায়নের লোকজন লাঠিসোঠা নিয়ে এসে পরিবহন শ্রমিকদের উপর হামলা করে বলে অভিযোগ পরিবহন শ্রমিকের লোকজন।
অপরদিকে, আলগান চালকরা দাবি করেছে হুমায়নকে অন্যায়ভাবে পরিবহন শ্রমিকের লোক জন মারধর করেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত