ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ রোড নিবাসী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স (ইউআইটিএস) থেকে সদ্যপাস করা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন (২৮) ঢাকায় এক ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।
শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৮টায় ওই দুর্ঘটনা ঘটে।
তিনি দিউ গ্রামের স’মিল মালিক ও ঠিকাদার আব্দুল খালেকের তৃতীয় ছেলে। ঢাকায় একটি বেসরকারি আর্কিটেকচার কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন আলমগীর।
মঙ্গলবার ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। শুক্রবার জুমার পর বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে খিলগাঁও রেল ক্রসিংয়ে একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বহু সম্ভাবনাময় উদীয়মান তরুণ সিভিল ইঞ্জিনিয়ার আলমগীর ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সদা হাস্যোজ্জল আলমগীরের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও দুঃখ প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করা হয়।আজ শনিবার রাত ৮টায় ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/কালাম