নেত্রকোনায় মাদকবিরোধী মিনি ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন তরুণরা। শনিবার সকালে ৭ কিলোমিটার সড়ক পাড়ি দিয়েছে সদর উপজেলার প্রায় ৫০ তরুণ। সিংহের বাংলা ইউনিয়নের পি কে এস পির সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ মিনি ম্যারাথনের আয়োজন করে।
সকাল ৯ টায় ইউনিযন পরিষদের কার্যালয়ের সামনে থেকে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষেই গত বছর থেকে সিংহের বাংলা ইউনিয়ন থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। মিনি ম্যারাথন দৌড়টি ৭ কি.মি পাড়ি দিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে পুলিশ সুপার জয়দের চৌধুরী, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম উপস্থিত থেকে তরুণদেরকে স্বাগত জানান। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় পুলিশ সুপার বলেন, মাদক এমন এক নেশা যা একটি পরিবার এবং সমাজকে ধংস করে দেয়। এর থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। আর এ জন্য তিনি এমন উদ্যোগকে স্বাগত জানান। তিনি মনে করেন তরুণদেরকে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে বেশি করে সম্পৃক্ত করতে হবে। এ ব্যাপারে সামজিক নেতৃবৃন্দকে এবং অভিভাবকদেকেও এগিয়ে আসতে হবে। অভিভাবকদের তাদের সন্তানদেরকে বেশি করে সময় দিতে হবে। সেই সাথে সন্তানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে তাদের মনের কথাগুলো জানবার মাধ্যমে হতাশা এবং মানসিক সমস্যায় সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল