হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজারে শনিবার সিলেটগামী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন বিবিয়ানা গ্যাসফিল্ডে কর্মরত শ্যাভরন কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. শাফি কামাল চৌধুরী । আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় প্রায় দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ির নীচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস-(পাবনা-ব ০৫-০০০৭) দ্রুত গতিতে সদরঘাট নতুন বাজারে ঢাকাগামী একটি মিতালী পরিবহনের বাসকে ওভারটেক করার সময় উল্টে গিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/কালাম