পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কোষ্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। শনিবার সকালে রামনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে জেলেদের মাছ ধরা ট্রলারে এ অভিযান চালায়। এসময় ওই পরিমাণ জাটকা জব্দ করা হয়। এদিকে অভিযানের টের পেয়ে জেলেরা সটকে পরলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কোষ্টগার্ড’র সদস্যরা জানিয়েছেন।
কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ওই মাছ উপজেলার বিভিন্ন এতিমখানাসহ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, পায়রা বন্দর কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান, উপজেলা মৎস্য সম্প্রসার কর্মকর্তা মো.আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য জীবী জেলে সমিতির উপজেলা কমিটির সভাপতি আব্দুল সালাম বিশ্বাসসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পায়রা বন্দর কোষ্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, জাটকা নিধন রোধে এ অভিযান চালানো হয়েছে। তবে প্রতিদিনই এ অভিযান থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল