সুনামগঞ্জের ছাতকের পল্লীতে ফুটবল খেলার মাঠ দখল নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার উপজেলার দোলারবাজার ইউনিয়নের বরোগোপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু'জন জন গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধসহ অপর আহদের অনেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরোগোপি গ্রামের একটি ফুটবল খেলার মাঠ নিয়ে গ্রামের লুৎফুর রহমান ও জমির আলী মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে মাঠে অপরপক্ষের ছেলেরা খেলতে গেলে লুৎফুর রহমান পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে উভপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এলাকাবাসী বিরোধ নিষ্পতির জন্য কয়েক দফা বৈঠক করে ব্যর্থ হন। এর জের ধরে শনিবার সকাল ৯টার দিকে দু'পক্ষের লোকজন দেশি অস্ত্রসস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
গুরতর আহতরা হলেন, চন্দন মিয়া (৫০), সালেহ আহমদ(৪০), সানু মিয়া(৩৫), ফয়েজ আহমদ (৩০), আব্দুল মতিন(৩৫), মিজানুর রহমান(৪০), জমির আলী মেম্বার (৪৫), রুমেন (৩৫), সাজ্জাদ(৪০), জমির উদ্দিন(৪৫), জুবের আহমদ(৩০), শত্তকত আলী(৪০) ও রাকিব আলী (৪০)। তাদের মধ্যে মিজানুর রহমান ও রুমেন গুলিবিদ্ধ বলে জানায় পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বলে জানান তিনি।
এদিকে, সংঘর্ষের পর অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্থানীয় আট গ্রামের পক্ষ থেকে দোলারবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল