দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে মিনি ট্রাকের (পিকআপ) চাপায় দবির উদ্দিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী আঞ্চলিক ব্রাক কার্য্যলয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত অটো রিক্সা-ভ্যান চালক দবির উদ্দিন (৬০) ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী জমিদারপাড়া গ্রামের মৃত বজতুল্লা মন্ডলের ছেলে।
এসময় গুরুতর আহত হয়েছেন জান্নাতুন ফেরদৌস (৩৫) উপজেলার আর্দশ কলেজ পাড়া গ্রামের এনামুল হকের স্ত্রী ও ব্রাক ফুলবাড়ী আঞ্চলিক অফিসের ক্যাশিয়ার।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, দিনাজপুর-ঢাকা মহাসড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা ফুলবাড়ীগামী মাছের ড্রাম বোঝাই মিনি ট্রাক ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ব্রাক আঞ্চলিক কার্য্যলয়ের সামনে এক অটোরিক্সা-ভ্যানকে সজরে চাপা দেয়। এতে ভ্যানচালক দবির উদ্দিন ও ভ্যানের যাত্রী ব্রাক এর আঞ্চলিক শাখার ক্যাশিয়ার জান্নাতুন ফেরদৌস গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাদের উভয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ভ্যানচালক দবির উদ্দিনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার