রূপগঞ্জ সংলগ্ন ডেমরায় সাদ্দাম হোসেন (৩৩) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। সোমবার সকালে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার সাদ্দাম হোসেন ওই এলাকার ইস্টার্ন হাউজিং এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই বজলু জানান, মাদকাসক্ত ছেলেটি তার বাবার সঙ্গে ফার্নিচারের ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরেই ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়েন। গত কয়েক দিন ধরে ইয়াবা-ফেনসিডিলসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ছেলেটি। মাদকের টাকার জন্য এক পর্যায়ে ছেলেটি তার পরিবারের সদস্যদের মারধর শুরু করে।
এর প্রেক্ষিতে সাদ্দামের বিরুদ্ধে বাবা তাজুল ইসলাম আদালতে মামলা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম