আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সোমবার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইমরান। পরে তিনি সেই ছবি ও মানুষের আশির্বাদের কথা তার ফেসবুক পেজে শেয়ার করেন।
তিনি লেখেন, “দুইবছর আগের বন্যায় আপনাদের ভালোবাসার সাহায্য পৌঁছে দিয়েছিলাম এই মায়ের কাছে, আজ দেখেই চিনতে পারলেন। আশীর্বাদের হাত পরম মমতায় মাথা ছুঁয়ে গেল। মানুষের এই ভালোবাসায় শক্তি যোগায়। স্বপ্ন দেখার সাহস দেয়।”
অপর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাবার মতো মানুষটি বলছিলেন, শুধু ভোট দিব না বাবা, তোমার জন্য ভোট চাইবো, কাজ করব। পাশ থেকে মা বললেন, আমি দুই রাকাআত নফল নামাজ পড়ব বাবা তোমার জন্য। মানুষের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?’
বিডি প্রতিদিন/কালাম