মাদারীপুরের ডাসার গোপালপুর ইউনিয়নে হাকিম আলী সরদার (৫০) ও আশরাফ আলী সরদার (৪৫) নামে দুই ভাইয়ের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ডাসার থানার গোপালপুর ইউনিয়নের বনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে তারা দুজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন- ডাসার থানার গোপালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশাররফ সরদারের ছোট দুই ভাই।
আহতদের পারিবারের দাবি, বনগাঁও গ্রামে বাড়ির পাশের রাস্তায় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা হাকিম আলী ও আশরাফ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ধারণা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের হামলায় তারা আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন